বান্দরবানে তক্ষকসহ ২ যুবক আটক

বান্দরবানে তক্ষকসহ দুই প্রতারককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন। গত বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান সদরের পৌরসভা এলাকার ৯নম্বর ওয়ার্ড এর লাঙ্গীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রাঙ্গামাটির জেলার জনি মারমা (২৯) ও খাগড়াছড়ি জেলার বাবু চাকমা (২৪)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তক্ষক বিক্রির কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে লাঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ দুই যুবককে আটক করা হয়।
পরে আটককৃতদের মেঘলা এলাকার আর্মড পুলিশ ব্যাটেলিয়ন দপ্তরে নিয়ে যাওয়া হয়।

NewsDetails_03

এসময় আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক আলী আহমদ খান জানান, দীর্ঘদিন ধরেই একটি চক্র প্রতারণা করে তক্ষক ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই যুবককে একটি তক্ষকসহ আটক করা হয়েছে।

আটককৃতদের চলমান আইনের আওতায় বান্দরবান সদর থানায় প্রেরন এবং পরবর্তীতে আইনগত ভাবে বিরল প্রজাতির তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের মাধ্যমে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন