বান্দরবানে তক্ষকসহ নেপুন ম্রো নামে একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহামুদুল হাসানের নির্দেশে তারাছা রেঞ্জ কর্মকর্তা এস এম এনামুল হকের নেতৃত্বে বালাঘাটা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে পাচারের সময় ৮.২ইঞ্চি আকারের একটি তক্ষক (বন্যপ্রাণী)সহ নেপুন ম্রোকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরে তারাছা রেঞ্জ কর্মকর্তা এস এম এনামুল হক বাদী হয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে বন আদালতে একটি মামলা দায়ের করে আসামী নেপুন ম্রোকে আদালতে সোপর্দ করলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরন করে। তক্ষকটি বর্তমানে বন বিভাগের হেফাজতে আছে।
এবিষয়ে বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, সেনাবাহিনী এবং পুলিশ এর সহযোগিতায় আমরা যৌথ অভিযান পরিচালনা করে থাকি, যে কোন ধরনের বন অপরাধ দমনে এবং বন্যপ্রাণী পাচার রোধে বনবিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।