এসময় সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র যুগ্ন সম্পাদক মুজিবুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ জেলার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন ,দেশে আজ গনতন্ত্র নেই, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং জাতীয় স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে তারেক রহমানের ৫১তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন নেতাকর্মীরা।