বান্দরবানে তিন ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ জনের মৃত্যুদণ্ড

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম-থান‌চি সড়কে তিন গরু ব্যবসায়িকে হত্যার মামলায় ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

এই বিষয়ে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম জানান, ২০১৬ সালে ১৪ এপ্রিল আসামি যোহন ত্রিপুরাসহ আসামিরা গরু বিক্রির কথা বলে আবু বক্কর (২৮) নুরুল আফছার (২৯) ও সাহাবুদ্দিন (২৯)কে আলীকদম-থানচি সড়কের ২৮ কিলোমিটার এলাকায় ডেকে নিয়ে গিয়ে অপহরন, হত্যা ও গুম করে।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, লযোহন ত্রিপুরা (২০) জন ব্যাক ত্রিপুরা (২২), জসিন ত্রিপুরা (২৫), জীবন ত্রিপুরা (২৪), জর্জ ত্রিপুরা (২৮), সানি ত্রিপুরা(২০), সালাউ ত্রিপুরা (২০), সেনেন্দ্র ত্রিপুরা (২৭), যোসেফ ত্রিপুরা (২৫), শিগরাম ত্রিপুরা (৩৭)। তারা সবাই জেলার থানচি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

NewsDetails_03

মামলার বাদী আবুল হাসেম জানান, ছোটভাই আবু নাইমের মোবাইলে আসামিরা জানায় তাদের নয়টি গরু আছে, তিন লাখ টাকা হলে সেগুলো বিক্রি করবে, ফোনে এমন কথা শুনে আবু বক্কর, নুরুল আফছার, সাহাবুদ্দিন থানচি-আলীকদম সড়কে ২৮ কিলোমিটার এলাকায় গরু কিনতে টাকা নিয়ে গেলে আসামিরা তার ছোটভাইসহ তিন গরু ব্যবসায়ীকে অপহরণের পর নির্মম ভাবে হত্যা করে লাশ গুম করে।
তিনি আরো বলেন,আদালতের এই রায়ে আমরা খুশি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে থানচি থানায় আবু বক্করের ভাই আবুল হাসেম আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি প্রত্যেককে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়। আসামিরা সবাই পলাতক আছেন।

প্রসঙ্গত, উক্ত তিন ব্যবসায়ি হত্যাকান্ডের ঘটনার পর জেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে, সেসময় উক্ত এলাকায় ব্যাবসায়িক কাজে যেতে বিরত থাকে স্থানীয় ব্যবসায়িরা।

আরও পড়ুন