বান্দরবানে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠ দিবস উদযাপন

NewsDetails_01

বান্দরবানে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠ দিবস উদযাপন
পার্বত্য অঞ্চলের আবহাওয়া ও মাটি তুলা চাষের উপযোগী। বর্তমানে দেশে তুলার চাহিদা পূরণের লক্ষ্যে বান্দরবানে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য মাঠ দিবস পালন করেছে তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোন।
শুক্রবার সকালে বান্দরবান জেলা শহরের কুহালং ইউনিয়নের সাব- ইউনিট লেমুঝিরি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই মাঠ দিবস পালন করা হয়। লেমুঝিরি পাড়ার কারবারী চাইথোয়ই প্রু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড বান্দরবানের আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াই হ্লা মং মার্মা।
মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বালাঘাটা তুলা গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মার্মা, বৈজ্ঞানিক কর্মকর্তা কিরনময় দেওয়ান চাকমা,কুহালং ইউনিয়ন পরিষদের সদস্য পুহ্লা অং মার্মা,ক্য হ্লা প্রু মার্মা,তুলা উন্নয়ন বোর্ডের বৈজ্ঞানিক সহকারী মোহাম্মদ সেলিম উদ্দিন, কঠন ইউনিট কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম,মোহাম্মদ জহিরুল ইসলাম,অং ক্যচিং চাক,উটিং ওয়াং মার্মাসহ তুলা উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও পাহাড়ী তুলা চাষীরা উপস্থিত ছিলেন। পরে কৃষকদের মাঝে আর্থিক অনুদানও প্রদান করা হয়।

আরও পড়ুন