করোনা প্রাদুর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনসাধারণ ও দিনমজুরদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন।
![NewsDetails_03](https://paharbarta.com/wp-content/uploads/ad-space-news-details.png)
আজ বৃহস্পতিবার (৭মে) সকালে বান্দরবান সেনা রিজিয়ন এর উদ্যোগে জেলা সদরের মং প্রু পাড়া, রোয়াংছড়ি বাসস্টেশন ও মিলনছড়ি এলাকার বিভিন্ন পাড়ার ২শত ৭০টি পরিবারের মাঝে এই এাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিভিন্ন পাড়ার সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেন সেনা কর্মকর্তারা।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক সেনা রিজিয়ন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান, পিএসসি। এসময় মেজর ইফতেখার এবং লেঃ রেজওয়ানসহ অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন।