বান্দরবানে থেমে থেমে বৃষ্টি : জনজীবন বিপর্যস্ত

purabi burmese market

দেশের বিভিন্ন স্থানের মত আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর বর্ষণে দুর্ভোগে পড়েছে বান্দরবানের সাধারণ মানুষ।

জানা যায়,মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় বান্দরবানের বিভিন্ন স্থানে থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এতে জনজীবন ব্যাহত হচ্ছে । বৃষ্টির এ ধারা গত কয়েকদিন ধরে অব্যাহত থাকার কারনে বাড়ছে জনদূর্ভোগ। বৃষ্টির কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ জনসাধারণ ঘর থেকে বাইরে যাচ্ছে না ।

এদিকে বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে, মানুষ ঘর থেকে বের না হওয়ার করনে, ব্যবসা-বাণিজ্যে অনেকটা ভাটা পড়েছে। বিভিন্ন এলাকার পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী কয়েকদিন এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বান্দরবান শহরের অন্যতম পত্রিকা এজেন্ট অসিম রায় বলেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারনে মানুষ ঘর থেকে বের হচ্ছেনা, তাই আমাদের পত্রিকা ব্যবসাও মন্দা ভাব দেখা দিয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।