বান্দরবানে দাবালীগ শুরু

NewsDetails_01

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী-মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় বান্দরবানে শুরু হয়েছে দাবা লীগ।

গত ১৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে জেলা স্টেডিয়ামের হল রুমে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দাবা লীগের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো: জাকির হোসেন খান (পিপিএম)।

NewsDetails_03

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, মো. নাজিম উদ্দিন,অশোক কুমার পাল, রেজা সরোয়ার,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনউদ্দিন মিলকীসহ বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং দাবালীগে অংশগ্রহণকারী প্রতিযোগিরা।

৩দিনব্যাপী এই দাবালীগ অনুষ্ঠিত হবে আর এবারের প্রতিযোগিতায় ৮টি টিমে ৪০জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

আরও পড়ুন