চট্রগ্রাম কর অঞ্চল- ২ এর যুগ্ন কর কমিশনার শামিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন কর অঞ্চল- ২ এর যুগ্ন কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো হারুন-অর রশিদ,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য চ্রট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী প্রমুখ ।
এবারের কর মেলায় আয়কর রির্টান দাখিল, ই-টিন রেজিষ্টেশন ও কর প্রদানের পরামর্শ প্রদান ছাড়া ও কর বিষয়ক নানা তথ্যাদি জানতে পারবে আগ্রহীরা।
কর মেলার উদ্বোধনী দিনের আলোচনা সভায় বক্তারা জানান ,গত দুই বছর ধরে বান্দরবানে কর মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দিন দিন কর দাতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,এসময় বক্তারা বান্দরবান জেলায় একটি কর অফিস স্থাপন ও সহজভাবে কর প্রদানে সকলকে সহযোগিতা করার আবেদন জানান। সকাল দশটা থেকে শুরু হয়ে এই মেলা চলে বিকাল পাঁচটা পর্যন্ত।