মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন টিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হরিপদ ত্রিপুুরা ও সদর শাখার সভাপতি কাজল বরণ ত্রিপুরা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। অবিলম্বে বান্দরবানের লামায় দুই কিশোরী ধর্ষণ, খাগড়াছড়ির দীঘিনালায় স্কুল ছাত্রী পুনাতি ত্রিপুরাসহ সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।