বান্দরবানে দুই শসস্ত্র গ্রুপের গোলাগুলিতে নিহত ৪ !

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি – রুমা সীমান্তের ফালংক্ষ্যং নামক এলাকায় দুই শসস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় দুই শসস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় তারা নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দুই শসস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। আর এই ঘটনার পর উক্ত এলাকার সাঙ্গু নদীর তীরে ৪ জনের লাশ পড়ে থাকে। তবে তারা কোন গ্রুপের সদস্য বা তাদের নাম ও পরিচয় এই বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এদিকে এই ঘটনার খবর পেয়ে রোববার সকালে সেনাবাহিনী, পুলিশ এই চার জনের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে। এই ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

প্রসঙ্গত, গত শনিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় শসস্ত্র সন্ত্রাসীরা জেএসএস এর সাবেক এক সদস্য উনুমং মার্মা (৪৫)কে গুলি করে হত্যা করে, এখনও তার লাশের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন