“দুর্নীতি হলে শেষ ,নিজে বাচঁবো ,বাচঁবে দেশ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে বান্দরবানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড.নাসিরউদ্দীন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (প্রতিরোধ ও গণসচেতনতা) পরিচালক মো. মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো:আক্তার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার সম্পা রানী সাহা, সদর থানার ওসি মো:গোলাম ছরোয়ার,সিভিল সার্জন ডা:অং সুই প্রু , পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যাসা প্রু, কাঞ্চনজয় তংচঙ্গ্যাসহ সরকারি বেসরকারী কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা।
সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড.নাসিরউদ্দীন আহমেদ বলেন,সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বর্র্তমান সরকার প্রত্যেকের জন্য ন্যায্য বেতন কাঠামো ধার্য্য করেছে, আর সেই বেতনেই সকলের জীবন সুন্দরভাবে চালানো সম্ভব। এসময় কমিশনার আরো বলেন, দুর্নীতি শেষ হলে আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবো এবং বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।