বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্ত্রীদের ব্রেইল পদ্ধতির বই বিতরণ

NewsDetails_01

বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্ত্রীদের ব্রেইল পদ্ধতির বই বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা
বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্ত্রীদের ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এই বই বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা শহরের মুক্তমঞ্চ থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অরুণ সারকি টাউন হলে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশ নেয়। পরে অরুণ সারকি টাউন হলে সুয়ালক সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধি স্কুলের ১০জন শিক্ষার্ত্রীর মাঝে ধর্ম,বাংলা ও ইংরেজি বিষয়ের ১০ সেট বই বিতরণ করা হয়।
পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেন,সমাজ সেবার উপ-পরিচালক মো:শাহজাহান, সহকারি পরিচালক মিল্টন মহুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন