বান্দরবানে দৈনিক আমার সংবাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

purabi burmese market

বান্দরবানে দৈনিক আমার সংবাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে বান্দরবান পৌরসভার সম্মেলন কক্ষে এক কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌরসভার সচিব মো.তৌহিদুল ইসলাম, ৪,৫,৬ নং ওর্য়াডের পৌর মহিলা কাউন্সিলর সালেহা বেগম,দৈনিক প্রথম আলো পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,দৈনিক আমার সংবাদ পত্রিকার অসীম রায়সহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্টানে বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন, আগামীতে ও যেন এই পত্রিকার মাধ্যমে আমরা সকল প্রকার সংবাদ পায় আর এই পত্রিকা জনগণের সু:খ দুখের চিত্র ফুটিয়ে তুলতে পারে। সভার শেষ পর্যায়ে অতিথিরা কেক কাটায় অংশ নেয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।