বান্দরবানে দোকান মালিক সমিতির আত্মপ্রকাশ
সভাপতি ভবতোষ দাশ, সাধারণ সম্পাদক ওসমান গণি
বাংলাদেশ দোকান মালিক সমিতি বান্দরবান জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেলে বান্দরবানের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি বান্দরবান জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি ভবতোষ দাশ, সিনিয়র সহ-সভাপতি আশিষ আইচ, সহ-সভাপতি মো.নুরুল আলম, সহ-সভাপতি মো.ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো.ওসমান গণি, যুগ্ন সাধারণ সম্পাদক জয়ন্ত দাশ ছোটন, যুগ্ন সাধারণ সম্পাদক শিমুল দাশ, অর্থ সম্পাদক মো.আব্দুর রহমান, সহ অর্থ সম্পাদক উৎপল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনি সুশীল, সহ সাংগঠনিক সম্পাদ মো.আবুল কালাম ভুট্টু, দপ্তর সম্পাদক মো.সাইফুল, সহ দপ্তর সম্পাদক অপুরাম ধর, ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইকবাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেন্টিষ্ট শান্তুনু দাশ, প্রচার সম্পাদক মো.ইলিয়াছ, সহ প্রচার সম্পাদক জুয়েল ধর,আইন বিষয়ক সম্পাদক সজল মল্লিক, ত্রাণ বিষয়ক সম্পাদক জিকু দাশ, নির্বাহী সদস্য অপু বড়ুয়া, সাচিংনু মারমা, মানস দাশ, মো: দেলোয়ার, মো.মাহবুবুল আলম,পরিতোষ দাশ, মো.সোলেমান, রাজেশ কিশোর দাশ, মো.নুরুল আমিন, মো.আমিনুল ইসলাম মামুন, মো.নেছারুল হক, মো.জাহেদ ইসলামসহ বাংলাদেশ দোকান মালিক সমিতি বান্দরবান জেলা শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি বান্দরবান জেলা শাখার প্রথম পরিচিত সভায় সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা শাখার সভাপতি ভবতোষ দাশ বলেন, বান্দরবানে এই প্রথম বাংলাদেশ দোকান মালিক সমিতি বান্দরবান শাখার ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি আগামী ৩বছরের জন্য মনোনীত হয়ে জেলার সকল ব্যবসায়ীদের কল্যানে কাজ করে যাবে।
এসময় তিনি আরো বলেন, বান্দরবানে বিভিন্ন সমিতি রয়েছে তবে সকল দোকানদারদের একসুত্রে মিলিত করে তাদের উন্নয়ন এবং বান্দরবানবাসীর উন্নয়নে এই কমিটি আগামীতে কাজ করতে বদ্ধ পরিকর।