করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশেরমত বান্দরবানেও পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ধাপে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান ও লামা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং ৩৩টি ইউনিয়নের ১০৮ টি বুথে করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়। একদিনে বান্দরবানের প্রায় ২১ হাজার জনসাধারণকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৮ বছর বয়সী যারা টিকার জন্য নতুন রেজিষ্ট্রেশন করেছেন তারাও প্রথম ডোজ টিকা নিতে পারছে।
এদিকে সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভীড়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় দুটি পৌরসভা ও ৩৩ টি ইউনিয়নের দ্বিতীয় ধাপে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে এ পর্যন্ত মোট করোনা রোগীর শনাক্ত হয়েছে ২৩০২ জন। সুস্থ হয়েছে ১৯০৬ জন। মৃত্যুর সংখ্যা ১৪ জন। ভ্যাকসিন গ্রহণকারীদের সংখ্যা ৯২ হাজার।