বান্দরবানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

purabi burmese market

করোনা ভাইরাস থেকে বান্দরবানবাসীকে নিরাপদে রাখতে ও পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (৬মে) সকালে বান্দরবান শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে বান্দরবান বাজার, বালাঘাটা বাজার, কালাঘাটা বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৪টি দোকানে ১২হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বান্দরবান শহরে মোবাইল কোর্ট নিয়মিত কাজ করে যাচ্ছে, বান্দরবানবাসীর কল্যানে আগামীতে ও এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।