বান্দরবানে নতুন জেলা প্রশাসক আসলাম হোসেন, রাঙামাটির একেএম মামুনুর রশিদ

বান্দরবান ও রাঙামাটি জেলাসহ ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের আদেশ জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেনকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা একেএম মামুনুর রশিদকে রাঙামাটির জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন