বান্দরবানে নবাগত ব্রিগেড কমান্ডারের সাথে সংবাদিকদের মতবিনিময়

NewsDetails_01

ব্রিগেড কমান্ডারের সাথে সংবাদিকদের মতবিনিময়
বান্দরবানের শান্তি শৃংখলা ও সম্প্রীতির উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ পার্বত্য এলাকায় ত্রাস সৃষ্টি করে অশান্তি করতে পারবে না, এমনটাই জানালেন ৬৯ পদাতিক বিগ্রেডের নবাগত ব্রিগেড কমান্ডার খন্দকার মো: শাহিদুল এমরান, (এএফডব্লিউসি পিএসসি)। আজ বুধবার সকাল ১১টায় বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ব্রিগেড কমান্ডার এসব কথা বলেন।
এসময় তিনি সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করে বান্দরবানের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসময় ৬৯ পদাতিক বিগ্রেডের নবাগত ব্রিগেড কমান্ডার খন্দকার মো: শাহিদুল এমরান, (এএফডব্লিউসি পিএসসি), জি টু আই মেজর ইফতেখার হোসেন (পিএসসি), বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সভাপতি এমএ হাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন