বান্দরবানে নিখোঁজ পর্যটকদের সন্ধানে কাল নামানো হবে ৫ ডুবুরি

NewsDetails_01

বান্দবানের রুমা উপজেলার পর্যটনস্পট “তিনাপ সাইতার”
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা হয়ে ভ্রমণে এসে রুমা উপজেলার পাইন্দু খাল পার হতে গিয়ে পানিতে ডুবে বাংলাদেশ নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো: আসিফ ওরফে সাইফুল্লাহ (২৩) ও গ্রীন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮) নিখোঁজ হন। আর তাদের লাশের সন্ধানে কাল সোমবার সকালে রুমার পাইন্দু খালে নামানো হবে ৫ ডুবুরিকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, নিখোঁজ লেফটেন্যান্ট মো: আসিফ সহ ৬জনের দল ঢাকায় থেকে এসে ৩ দিনে আগে রোয়াংছড়ি থেকে ঢুকে রুমা উপজেলা অন্তর্গত তিনাপ সাইতার নামে প্রাকৃতিক ঝর্ণাতে যায়। ওই ঝর্ণা থেকে গত শনিবার সন্ধ্যা ৬ দিকে ফেরার পথে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এরপর সেনাসদস্য ও স্থানীয়রা তাদের সন্ধানে তল্লাশী চালিয়ে লাশের কোন হদিস না পাওয়ায় আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ৫ ডুবুরিকে আনা হয়। কাল সোমবার সকালে তারা রুমার পাইন্দু খালে তল্লাশি চালাবেন।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য, তবে রুমা এলাকার হওয়ায় রুমা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত লাশ উদ্ধারে নেমেছে পুলিশসহ স্থানীয়রা।

আরও পড়ুন