সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন,এসময় নির্বাক ব্যান্ড এর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাক ব্যান্ডের পাশাপাশি বান্দরবানের ব্যান্ড বৃত্ত এবং চট্টগ্রামের ব্যান্ড বিষন্ন সংগীত পরিবেশন করে।
শহরতলী,বল স্বরুপ,অতৃপ্তি,যান্ত্রিকতা ও শিশির অসাধারণ এই ৬টি গান নিয়ে সাজানো হয়েছে নতুন এ্যালবামটি। নির্বাক ব্যান্ডের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে আছে পাহাড়ের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা।
প্রসঙ্গত, গত বছরের ২৫ ফেব্রুয়ারি একদল স্বপ্নবাজ তরুণ বান্দরবান জেলায় নির্বাক নামের এই ব্যান্ড দলটি গঠন করে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করে।