সড়ক পরিবহন আইন এর সকল স্বার্থ বিরোধী ধারাসমূহ সংশোধনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর ডাকা পরিবহন ধর্মঘট সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায় চলছে।
আজ রোববার সকাল থেকে ৮ দফা দাবীতে পরিবহন ধর্মঘটের কারনে বান্দরবানের ৭টি উপজেলার অভ্যন্তরিন রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে, অনেকে প্রকাশ করেছে অসোন্তাষ।
অন্যদিকে জেলার যান চলাচল বন্ধ থাকার কারনে দূর দূরন্ত থেকে আসা অনেক পর্যটক আটকা পড়েছে বলে জানা গেছে।
বান্দরবান শহরের বাসষ্টেশনে আসা যাত্রী অসিম বড়ুয়া বলেন,সকাল থেকে গাড়ীর জন্য অপেক্ষা করলেও কোন যান না চলার কারনে গন্তব্যে পৌছাতে পারছিনা।