বান্দরবানে পর্যটকদের সুবিধার্থে অভ্যর্থনা কক্ষ স্থাপন
বান্দরবানে প্রতিদিনই চলমান রয়েছে পর্যটকদের উন্নয়নের জন্য নানান প্রকল্প বাস্তবায়নের কাজ, এরই ধারাবাহিকতায় জেলার রুমা উপজেলার সেনানিবাস সংলগ্ন এলাকায় পর্যটকদের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে শুরু হচ্ছে একটি অভ্যর্থনা কক্ষ স্থাপনের কাজ। ৩৫ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কাজটি সম্পন্ন করবে।
এদিকে আজ শুক্রবার (১৩মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যর্থনা কক্ষের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অভ্যর্থনা কক্ষের নির্মাণ কাজের খোঁজ খবর নেন এবং পর্যটকদের সুবিধার জন্য রুমা উপজেলার প্রবেশ মুখে এই ধরণের অভ্যর্থনা কক্ষ নির্মাণ করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রুমা জোনের উপ অধিনায়ক মেজর যুবায়ের শফিক (পিএসসি),অতিরিক্ত জেলা প্রশাসক মো:শামীম হোসেন,রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শামসুল আলম,রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়ুয়া,সদস্য পরিকল্পনা ড.প্রকাশ কান্তি চৌধুরী,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপরা,ম্রাসা খেয়াং,তিং তিং ম্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো:আব্দুল আজিজ,নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছিন আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।