বান্দরবানে পর্যটন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

NewsDetails_01

বান্দরবানে পর্যটন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১১ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের।

NewsDetails_03

প্রশিক্ষণে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক জনতার প্রতিনিধি এমএ হাকিম চৌধুরী, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এনটিভি জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক দাশ, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় প্রশিক্ষণে বক্তারা বান্দরবানের পর্যটন বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেন। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার দেশের পর্যটনকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

আরও পড়ুন