বান্দরবানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

NewsDetails_01

বান্দরবান শহরের আবুল নগরে (কসাই পাড়া) ঝিরি ঝর্নার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩জুন) শিল কূম নামে ঝিরিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম।

সূত্র জানায়, শুক্রবার সকাল বেলা ১২ টার সময় আবুল নগরের (কসাই পাড়া) মৃত মোঃতাহের ড্রাইভারের ছেলে সাকিবুর রহমান (১২) পুকুরে ডুবে মারা যায়।

NewsDetails_03

খেলা করার সময় সাকিব ঝিরির পানিতে পড়ে যায়। পরে টিএন্টটি এলাকায় ঝিরি থেকে তাকে তুলে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবানের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

আরও পড়ুন