প্রতি বছরের মতো এবারও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি বান্দরবান পার্বত্য জেলার ছাত্রছাত্রীদের প্রদান করা হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২১ অক্টোবর শনিবার সকাল ১১টায় বান্দরবান জেলা শহরের অরুণ সারকি টাউন হলে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ পাহাড়বার্তাকে বলেন, বৃত্তির জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের আগামী ২১ অক্টোবর শনিবার সকাল ৯টায় রেজিস্ট্রেশন করে বৃত্তির অর্থ গ্রহন করতে হবে।
3 মন্তব্য
কি খায়াবি খাওয়া ভাই,তোরা । আমি রেডি । Mong Khing Wong Marma Mra Gya Marma
(হ্লায়ইথােয়াই মারমা) ( Thwee Nee vai..)
r Mong Khing Wong Marma dost.. thik time a chole ay…
koitai pujte hobe bdb a