এসময় বান্দরবান বিশ্ববিদ্যালয়,সুয়ালক ইউনিয়ন জনকল্যাণ সমবায় সমিতি,রোয়াংছড়ি উপজেলার সুয়ানলু পাড়া বম মহিলা হোস্টেল ও আলোক চিত্র বিষয়ক সংগঠন পোর্ট্রেটসহ সর্বমোট ৩০টি প্রতিষ্ঠানকে মনিটর,সিপিইউ,প্রিন্টার,ইউপিএস প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে বান্দরবান জেলা কারাগারে বিশুদ্ধ পানির জন্য একটি পানির ফিল্টার ও ১৫টি সিলিং ফ্যান প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো:নুরুল আবছার,নেজারত ডেপুটি কালেক্টর মো:আলী নুর খান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছিন আরাফাতসহ সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পাবর্ত্য এলাকার আর্থ সামাজিক উন্নয়নে এই ধরনের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।