বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
বান্দরবানে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ সকালে পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য সিং য়ং ম্রো।
পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার বলেন, শহীদদের আত্মত্যাগের কারনে আমরা দেশ পেয়েছি, এই দেশকে সমৃদ্ধির শীর্ষে পৌছাতে পারলে শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। এই সময় পার্বত্য জেলা পরিষদের ২৮টি ন্যস্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন