বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ-(গণতান্ত্রিক) এর সভাপতি জয় বাবু ও সাধারণ সম্পাদক বর্ষা
বান্দরবানে জেলা শাখা পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ- (গণতান্ত্রিক) এর দ্বিতীয় ও যৌথ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছে জয় বাবু তংচঙ্গ্যা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বর্ষা তংচঙ্গ্যা।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা প্লাজা কনভেনশন হলে বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ-(গণতান্ত্রিক) দ্বিতীয় বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার ফিরিয়ে আনতে হলে নিজেদেরকে লড়াই করে আদায় করতে হবে। নিজেদের অধিকার আদায় করতে বিপ্লবী সংগ্রাম চালিয়ে যেতে হবে। শান্তি চুক্তির ২৫ বছরেও পূর্ণাঙ্গভাবে শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি। তা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাাম শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে।
সম্মেলনে বান্দরবান জেলা শাখা পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ-(গণতান্ত্রিক) এর সহ-সভাপতি বর্ষা তংচঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটি ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা।
সম্মেলন শেষে পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ-(গণতান্ত্রিক) জেলা শাখা কমিটিতে জয় বাবু তংচঙ্গ্যাকে সভাপতি, বর্ষা তংচঙ্গ্যাকে সাধারণ সম্পাদক ও নুরুভি ত্রিপুরা কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এছাড়া বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) ও বান্দরবান সদর থানার কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ-(গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমা, বান্দরবান জেলা শাখার সভাপতি মংপু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ-(গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কলিন চাকমা’সহ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।