বান্দরবানে পাহাড়ী ছাত্র ছাত্রীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পার্বত্য চুক্তি পূর্ণবাস্তবায়ন, পাহাড়ীদের বেদখল হওয়া ভুমি ফিরিয়ে দেওয়া, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজারো পাহাড়ী ছাত্র-ছাত্রী।

আজ বুধবার (২১ আগষ্ট) বিকাল ৩টায় পুরাতন রাজবাড়ী থেকে বিভিন্ন দাবী সম্বলিত প্লাকার্ড,ফেস্টুন নিয়ে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ করা হয়।

NewsDetails_03

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবরোধী আন্দোলনের ছাত্রনেতা অং অং এর নেতৃত্বে “পার্বত্য শান্তি চুক্তির পূর্ণবাস্তবায়ন, পাহাড়ীদের বেদখল হওয়া ভুমি ফিরিয়ে দেওয়া, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, গ্রেফতারকৃত নিরীহ বম নারী-শিশু ও পার্বত্য চট্টগ্রামে রাজবন্দিদের অবিলম্বে মুক্তি, পাহাড়ীদের প্রথাগত ভুমি অধিকার নিশ্চিত,পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ, গ্রাফিতি আঁকার স্বাধীনতা ও পর্যটনের নামে পাহাড়ীদের ভুমি বেদখল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। হাজারও পাহাড়ি ছাত্র-ছাত্রী

বিক্ষোভ মিছিলটি বান্দরবান সদরের রাজার মাঠ থেকে শুরু হয়ে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ করে ওই স্থানে ট্রাফিক মোড় এলাকায় সমাবেশে অংশগ্রহণ করে বিক্ষোভকারী পাহাড়ি ছাত্র-ছাত্রীরা।পরে রাজার মাঠে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জন ত্রিপুরা, সাচিং নু মারমা, মং চ শৈ মারমা, জেমস বম, অং অং প্রমুখ।

আরও পড়ুন