বান্দরবানে পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতি’র অফিস উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের বাস্তবায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার কালাঘাটার রামজাদি এলাকায় বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতি’র নবনির্মিত অফিস উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতি’র নবনির্মিত অফিস উদ্বোধন করেন। পরে নবনির্মিত অফিস উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতি’র সভাপতি অং থুইচিং মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিং ইয়ং খুমী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি এবং পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে। সমতলেরমত পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রয়েছে আর পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য সড়ক, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টান এবং বিভিন্ন সমিতির উন্নয়নে অফিস ভবনসহ নানাধরণের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।