কমিটির অন্য সদস্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার কামাল, দমকল বাহিনীর সহকারী পরিচালক ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ। এই কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন জেলা ম্যাজিষ্ট্রেট মো: আসলাম হোসেন।
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ায় সোমবার পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় এক নারীসহ ৩ জন নিহত, আহত হয়েছে ১ জন। সোমবার দুপুর সাড়ে বারটার দিকে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। পরে নিরাপত্তাবাহিনী, দমকলকর্মীরা হতাহতদের উদ্ধার করে।