বান্দরবান শহরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ঞোমং প্রু মারমা(৩২) ও আবু মে মার্মা (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আরো জানা গেছে,অভিযানে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৫৯০ টাকাসহ ২ জন ইয়াবা ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো .শহিদুল ইসলাম চৌধুরী জানান,গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।