জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছর সাজা ও বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় রায় দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবান জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে শহরের হক হিল টাওয়ার সামনে নেতা-কর্মীদের নিয়ে মানববন্ধন করতে চাইলে পুলিশের বাধায় মুখে পড়ে দলটি।
এ ব্যাপারে জেলা সাংগঠনিক সম্পাদক অভিযোগ করেন,শান্তিপূর্ণ মানববন্ধনে কোনরূপ কারণ ছাড়ায় পুলিশ এসে ব্যানার কেড়ে নেয় ও তাণ্ডব চালাতে শুরু করে।এছাড়াও মানববন্ধন স্থল থেকে দুজন যুবদলের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বের মুক্তি দাবী করেন এই নেতা।
মানববন্ধনের উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং,জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম,যুবদলের যুগ্ন আহবায়ক আবিদুর রহমান আবির,যুবদলের নেতা মুন্নাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।