বান্দরবানে প্রথমবারের মত ইভিএমে শান্তিপূর্ন ভোট

NewsDetails_01

চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে বান্দরবান পৌরসভায় প্রথমবারের মত ইভিএম এ ভোট গ্রহণ চলছে। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সকালে ভোটকেন্দ্র গুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। এখনও পর্যন্ত বান্দরবানে পৌরসভার ১৩টি ভোটকেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনেকটা শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

NewsDetails_03

এদিকে, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৫জন। পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। জেলার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ।

আরো জানা যায়, এবারে বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৭২৯জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ ও মহিলা ১৩ হাজার ১২০জন ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন।

আরও পড়ুন