বান্দরবানে প্রস্তুত রাখা হয়েছে ৭টি আশ্রয় কেন্দ্র

NewsDetails_01

চিত্রে ঘূর্ণিঝড় ‘মোরা’
ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মোরা’। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর সতর্ক বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এই ঘূর্ণিঝড় মোকাবেলায় বান্দরবানে প্রস্তুত রাখা হয়েছে ৭টি আশ্রয় কেন্দ্র।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোকাবেলার অংশ হিসাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী সবাইকে নিরাপদে আশ্রয় নিতে আনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন, ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে ৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আরো জানা গেছে, আপদকালীন সময়ে প্রয়োজনীয় শুকনা খাবার,পানি, দিয়াশলাই ও মোমবাতি হাতের কাছে রাখতে রাখতে অনুরোধ জানানো হয়েছে। যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ এর জন্য ০৩৬১-৬২৫৮৩ ব্যবহার করতে অনুরোধ জানানো হয়।
বান্দরবান জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ পাহাড়বার্তাকে বলেন, পরিস্থিতি মোকাবেলায় আমরা আপাদত ৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি।

আরও পড়ুন