বান্দরবানে ফায়ার সার্ভিসে কর্মরতদের নিরাপত্তা সরঞ্জাম প্রদান করলেন ক্যশৈহ্লা

NewsDetails_01

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকবেলায় বান্দরবান ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মরতদের নিরাপত্তা সরঞ্জাম দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ।

NewsDetails_03

আজ মঙ্গলবার (৩১মার্চ) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মরতদের জন্য ৭০ জোড়া মাস্ক, ৭০ জোড়া গ্লাবস এবং ২০টি স্যানিটাইজার প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা । এসময় ফায়ার সার্ভিসকর্মী,পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বান্দরবান জেলা শহরকে জীবাণুমুক্ত করার জন্য ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে দেয়া হয়েছে ব্লিচিং পাউডার। ইতিমধ্যে ফায়ার সার্ভিস এর সদস্য জেলা শহরের প্রধান সড়কসহ বিভিন্ন গলির সড়ক জীবানুমুক্ত করতে কাজ করছে।

আরও পড়ুন