বান্দরবান পার্বত্য জেলায় ইলিয়াছ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় পিউ একাদশ বিজয়ী হয়েছে । তারা লেমুঝিড়ি একাদশ ক্লাবকে ৬-১ গোলে পরাজিত করে । শুক্রবার বিকালে জেলার সাংগু নদীর চরে টান টান উত্তেজনায় এই খেলা অনুষ্ঠিত হয় । খেলায় ইলিয়াছ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র আহ্বায়ক রাজেশ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও পাহাড়বার্তা অনলাইন পত্রিকার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান এপেক্স ক্লাবের সভাপতি মো:জহিরউদ্দিন চৌধুরী বাবর , পৌর আওয়ামীলীগের তথ্য ও প্রচার সম্পাদক দীপক মিত্র বাচ্চু, সাবেক ক্রীড়াবিদ বাটিং মার্মা সহ আরো অনেকে । খেলায় হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পিউ একাদশ ক্লাবের খেলোয়াড় থোয়াই থোয়াই উ পাখি। আগামী ১৪ই জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল খেলার মুখোমুখি হবে সাঙ্গু ফুটবল একাদশ বনাম কিং অব বনরুপা।