বান্দরবানে ফুল ভাসিয়ে চাকমা ও তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী উৎসব শুরু

NewsDetails_01

NewsDetails_03

নদীতে বিভিন্ন ধরণের ফুল ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব বিযুও বিষু ।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ঐহিত্যবাহী পোশাকে সেজে পাহাড়ি তরুণ তরুণীরা সবার মঙ্গল কামনায় কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধাভরে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানী ভুলে নতুন বছরের শুভ কামনা করে।
এ সময় ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সাঙ্গু নদীর তীরে ফুল ভাসাতে শতশত চাকমা ও তঞ্চঙ্গ্যা মা শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় জমায়। বিকেলে ঐতিহ্যবাহী ঘিলা খেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি ।
এছাড়াও শুক্রবার সকালে নতুন বছরে পিঠা ও মিষ্টান্ন পরিবেশন এবং শনিবার সন্ধ্যায় সমগ্র জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামানোর লক্ষ্যে বৌদ্ধ বিহারে প্রার্থনার মাধ্যমে ইতিটানা হবে তঞ্চঙ্গ্যাদের বৈসাবি উৎসব ।

আরও পড়ুন