বান্দরবানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন প্রতিষ্ঠান। বান্দরবান জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসময় পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,পরিস্কার-পরিছন্নতা অভিযানসহ নানা আয়োজন উদযাপন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।