বান্দরবানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতা

NewsDetails_01

বান্দরবানে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ মার্চ (রবিবার) বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু একাডেমী বান্দরবানের মিলনায়তনে এই চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ হাকিম চৌধুরী।

NewsDetails_03

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দী, জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সান’সহ অন্যরা।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতা জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। তার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। পরে শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ হাকিম চৌধুরী।

আরও পড়ুন