প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বান্দরবানে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ।
আজ সোমবার (১৩ জানুয়ারী ) বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে,বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকিসহ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী খেলায় ১-০ গোলে থানচি উপজেলা দলকে হারিয়ে বান্দরবান সদর উপজেলা দল বিজয় লাভ করে। এবারের টুর্নামেন্টে বালক এবং বালিকা মিলে ৭টি দল অংশ নিচ্ছে । আগামী ১৫ জানুয়ারি টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা ।