বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা আয়োজন চলছে পার্বত্য জেলা বান্দরবানে।
জন্মদিন উদযাপন উপলক্ষে আজ ১৭মার্চ (বৃহস্পতিবার) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে এক কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতারসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও দুস্থদের খাবার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি প্রজ্জলনসহ নানান আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে।