বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কিং অব বনরুপা

purabi burmese market

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। খেলায় আর্মিপাড়া একাদশ দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিং অব বনরুপা।

আজ ৫ ডিসেম্বর (শনিবার) বিকেলে জেলা শহরের রাজার মাঠে ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খেলায় জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যাসহ অনেকে। এই ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।