বান্দরবানে বজ্রপাতে নিহত ১ : আহত ৩

NewsDetails_01

বান্দরবানে বৃষ্টি ও বজ্রপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তদন্ত কেন্দ্র সংলগ্ন দক্ষিণ
বাইশারী গ্রামে বজ্রপাতে আলী আকবরের পরিবারের পুত্রবধূ জান্নাত আরা (২৩) মারা যান। এ সময় আহত হন আলী আকবরের ন্ত্রী মরিয়ম বেগম (৫০), ছেলে এরশাদ উল্লাহ্ (৩০) ও অপর পুত্রবধূ আসমা বেগম (২২)।
ফাল্গুনের মাঝামাঝি সময়ে হঠাৎ বৃষ্টিতে বান্দরবানে জনদূভোর্গ নেমে আসে। আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১০ টা পর্যন্ত পড়তে থাকে অবিরাম বৃষ্টি আর বজ্রপাত। এসময় চারিদিকে অন্ধকার নেমে আসে। ফলে বিপর্যস্ত হয়ে পরে নাগরিক জীবন। ভারি বৃষ্টিতে জেলা সদর ছাড়াও জেলার উপজেলাগুলোর বিভিন্ন সড়কে পানি জমে যায় এবং কয়েক স্থানে গাছপালা ভেঙ্গে পড়ে। বৃষ্টির কারণে সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃষ্টিতে বেশির ভাগ অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম হাবিবুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বজ্রপাত শুরু হলে তারা বাসায় কাজ করার সময় আক্রান্ত হন, এতে ১ জন নিহত ও তিনজন আহত হয়।

আরও পড়ুন