বান্দরবানে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। আজ ১৭আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এবং বান্দরবান জেলা পুলিশ এর সৌজন্যে বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়া, বালাঘাটা এবং উজানিপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি লবন, ২ কেজি আলু, ১ প্যাকেট মোমবাতি এবং ২টি করে দিয়াশলাই প্রদান করা হয়।
এসময় চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি নুরে আলম মীনা বিপিএম (বার) পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্থদের হাতে এই মানবিক সহায়তা প্রদান করেন।
এসময় বান্দরবান জেলা পুলিশের পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মো.শাহ আলম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।