বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে কারিতাস
বান্দরবান জেলায় ২০১৯ সালে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য পুনর্বাসন সহায়তা কর্মসুচি বাস্তবায়ন করবে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বান্দরবান অফিসের আয়োজনে এক মতবিনিময় সভা একথা জানান বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এর কর্মকর্তারা।

সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এর কর্মকর্তারা জানান, ২০১৯ সালে বান্দরবানে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য পুনর্বাসন সহায়তা কর্মসুচি বাস্তবায়ন করা হবে।
কর্মসুচীটি স্থানীয় বেসরকারি সংস্থা হিউম্যানেটেরিয়ান ফাউন্ডেশন বান্দরবান সদর,থানচি উপজেলায় এবং তৈমু এর সহায়তায় রুমা,রোয়াছড়ি ও লামা উপজেলায় বাস্তবায়িত হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।