বান্দরবানে বন্যা দুর্গত ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

বান্দরবানে বন্যা দুর্গত ৫শত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করলো লোকাল ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড।

শনিবার (১২ আগস্ট) সকালে বান্দরবান বাসস্টেশান এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা দুর্গতদের এই ত্রাণ সামগ্রী প্রদান করেন।
এসময় বান্দরবান লোকাল ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ৫শত শ্রমিককে ৫কেজি করে চাল হাতে তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি মো.মুছা, মুদি ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ বান্দরবান লোকাল ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন