বান্দরবানে বন্য হা‌তির আক্রমনে রো‌হিঙ্গা শ্রমিক নিহত

বান্দরবা‌ন সদর উপজেলার সুয়াল‌ক ইউনিয়নে বন্য হা‌তির আক্রমনে রো‌হিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম আবদুর রহমা‌ন। সে সুয়ালকের কাইচতলী এলাকার
রোহিঙ্গা মো. কালু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (২ অক্টোবর) ‌বিকালে জেলা সদরের সুয়ালক ইউনিয়নের সাপ্রু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাপ্রু পাড়া এলাকায় শ্রমিকের কাজ করতে যান আবদুর রহমানসহ কয়েকজন, এসময় এসময় পাহাড় থেকে বন্য হা‌তির দল নেমে এসে আক্রমণ করলে আবদুর রহমা‌ন ঘটনাস্থলেই মারা যান।

সদর উপজেলার সুয়ালক ইউ‌পি চেয়ারম্যান উক্যানু মারমা জানান, কাইচতলী থেকে
সাপ্রু পাড়া এলাকায় গেলে সেখানে হা‌তির আক্রমণে এক রো‌হিঙ্গা মারা গেছে
বলে আমরা জানতে পেরেছি।

NewsDetails_03

কাইচতলী ২নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বলেন,বুধবার বিকালে আবদুর রহমান তুলাতলীতে বাঁশ কাটতে যায়,এসময় একদল বন্য হাতী তাকে আক্রমন করলে ঘটনাস্থলে সে মারা যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌হিদুল ইসলাম বলেন,খবর পেয়ে সুয়ালক ইউনিয়নে পু‌লিশ পাঠা‌নো হয়েছে,লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রসঙ্গত,বান্দরবান সদর উপজেলার রেইছা ও সুয়ালক এলাকার বিভিন্ন পাড়ায় এবং বিভিন্ন পাহাড়ের বাগান বাড়িতে মিয়ানমারের রোহিঙ্গারা পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।

আরও পড়ুন