মারমাদের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ১৬তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বান্দরবানের ডনবস্কো উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে র্যালীটি শেষ হয়।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন ষোষণা করেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য এবং অধ্যাপক সুইবাই রোয়াজা। দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি চাইথোয়াই মারমা।
সম্মেলনে তিন পার্বত্য জেলা এবং সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই হাজার মারমা শিক্ষার্থী অংশ নেই। নিজেদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার্থে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিকাল ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা।